সড়কে আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্র‌তিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, সারা দেশে আগামীকাল থেকে ট্রাফিক সপ্তাহ পালন করা হবে। এ সময় সড়কে আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।

তিনি বলেন, যে অভিপ্রায় নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনকে সমর্থন করি আমরা। একই সঙ্গে তাদের ধন্যবাদ জানিয়ে তাদের স্কুলে ফিরে যাওয়ার অনুরোধ করব। অভিভাবকদের অনুরোধ করব, আপনাদের সন্তানদের বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে যান, তারাই আগামীর ভবিষ্যৎ। তারা ভবিষ্যতের কাণ্ডারি।

তিনি বলেন, অনেক আগেই আমাদের যা করা উচিৎ ছিল, অথচ নানা সীমাবদ্ধতার কারণে আমরা তা করতে পারিনি, শিক্ষার্থীরা সেই কাজ করে দেখিয়েছে। কিন্তু আপনারা দেখেছেন, যাত্রাবাড়ীতে লাইসেন্স চেক করার জন্য একটি পিকআপ ভ্যানকে থামানো চেষ্টা করে এক ছাত্র। চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই ছাত্র চাপা পড়ে। সে এখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ রকম ঘটনা আরো ঘটেছে। এই বিষয়গুলো নিয়ে, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় নিয়ে আমরা উদ্বিগ্ন।

শনিবার সকালে কর্মকর্তাদের ব্রিফিংয়ে রাজধানী ঢাকায় সব তল্লাশি চৌকিতে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করতে পুলিশকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ভিআইপি, সিআইপি, পুলিশ কর্মকর্তা কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, একজন পুলিশ সদস্য মাথায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাবে, এটা হতে পারে না। আইনের রক্ষক হয়ে আইন ভাঙা যাবে না।