নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় যাত্রীবাহী হলারের ধাক্কায় অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জগন্নাথ হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক সন্ধ্যা সোয়া ৭টায় মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জগন্নাথ হলের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এসময় যাত্রীবাহী একটি হলার তাকে ধাক্কা দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিসক সন্ধ্যা সোয়া ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘ওই যুবকের পরনে জিন্স প্যান্ট ও ফুল হাতা টিশার্ট ছিল।’
শাহবাগ থানার উপ পরিদর্শক মো. কাওসার জানান, ঘাতক গাড়ি ও এর চালককে আটক করা হয়েছে।