
বিনোদন ডেস্কঃ মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপাণ্ডে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মাত্র ২৫ বছর বয়সে উঠতি এ অভিনেত্রী প্রান হারালেন। জানা যায়, ঘুরতে গিয়েছিলেন গোয়া, সঙ্গে ছিলেন তার প্রেমিক শুভম দাদগের। সেখানেই এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
ঘুরতে যান একটু নিজেকে ফ্রেশ করতে এবং প্রেমিকের সাথে সুখের কিছু সময় উপভোগ করতে কিন্তু সেই সিদ্ধান্তই কাল হলো অভিনেত্রীর। জানা গেছে, সোমবার ভোরে সড়ক দুর্ঘটনার মুখে পড়ে তাদের গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নদীতে পড়ে যায় গাড়িটি।
গাড়ির সেন্ট্রাল লক না খোলায় ভেতরেই আটকে যান ঈশ্বরী ও শুভম। পানিতে ডুবেই মৃত্যু হয় তাদের। গত ১৫ সেপ্টেম্বর ছুটি কাটাতে গোয়া গেছিলেন তারা। ছুটি কাটিয়ে ফেরার পথে এ দুর্ঘটনার মুখে পড়েন।
সোমবার সকালে ফায়ার সার্ভিসের গাড়ি এসে ডুবন্ত গাড়িটি উদ্ধার করে। তার ভেতর থেকে ঈশ্বরী ও শুভমের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।
ঈশ্বরীর ঘনিষ্ঠজনরা জানায়, অক্টোবরে আংটিবদলের পরিকল্পনা ছিল তাদের। সম্প্রতি কিছু হিন্দি মারাঠি সিনেমার কাজ শেষ করেছেন ঈশ্বরী। তার অভিষেক হওয়ার কথা ছিল সুনীল চৌথমলের ‘প্রেমাছে সাইড এফেক্ট’ সিনেমার মাধ্যমে।