নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় সুমা আক্তার (১৩) নামে এক জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী নিহত হয়েছে।
সুমা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের আবদুর রশিদের মেয়ে এবং দক্ষিণ বিশিউড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
বৃহস্পতিবার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া-চল্লিশা সড়কের চন্দ্রখিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমা সকালে বাড়ি থেকে তার এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে চল্লিশা মোক্তার হোসেন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। এ সময় চন্দ্রখিলায় পৌঁছলে একটি লড়ির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে সুমা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। লড়ির চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।