
ফেনী ও সিরাজগঞ্জ প্রতিনিধি, জামালপুর সংবাদদাতা : দেশের বিভিন্নস্থানে আজ বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ছয়জন।
ফেনী : ফেনীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী ও শিশু নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে।
পুলিশ জানায়, দুপুরে নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কসকা এলাকায় কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত এক শিশু ও এক নারী নিহত হয়েছে।
এ ঘটনায় আহত মাইক্রোবাসের পাঁচ যাত্রীকে ফেনী জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। লাশের ময়নাতদন্তের ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠোনো হয়েছে।
মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মাহবুবুল আলম দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
জামালপুর : জামালপুরের তালুকদার বাড়ি মোড় এলাকায় সরিষাবাড়ী-তারাকান্দী সড়কে সকালে দ্রুতগামী পিকআপ ভ্যান দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন- আব্দুল মান্নান (৭০) ও হাতেম আলী (৭২)। এতে পথচারী আনিস (৫০) গুরুতর আহত হয়েছে। তাদের বাড়ি সরিষাবাড়ী উপজেলার পোগলদিগা ইউনিয়নের পুঠিয়ার পাড় এলাকায়।
ঘটনার পর পিকআপ ভ্যান ফেলে চালক পালিয়ে যায়। পুলিশ পিকআপটি আটক করছে।
সরিষাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম খান জানান, দ্রুতগামী পিকআপ ভ্যানটি তালুকদার বাড়ী মোড় অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেয়ালে তুলে দেয়। এ সময় তিনজন চাপা পড়লে দুইজন নিহত এবং একজন আহত হয়েছে।
পরিবারের আবেদনে নিহত দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সিরাজগঞ্জ : আকাশে উড়ে যাওয়া বিমান দেখতে গিয়ে তাড়াশ উপজেলায় কোহিত গ্রামের আঞ্চলিক সড়কে দুপুরে ট্রলির নিচে চাপা পড়ে শিশু সালমানের (৫) মৃত্যু হয়েছে।
নিহত সালমান কোহিত গ্রামের মোস্তফার ছেলে। তাড়াশ থানার উপ-পরিদর্শক আনন্দ কুমার জানান, গ্রামের উপর দিয়ে একটি বিমান উড়ে যাওয়ার সময় শিশু সালমান আকাশের দিকে তাকিয়ে দৌঁড়ে রাস্তার বের হয়ে আসে। এ সময় শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলিটি জব্দ করা হয়েছে। চালককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।