সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ইফতেকার উদ্দিন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের নওদা গোপালপুরে এ দুর্ঘটনা ঘটে।

ইফতেকার মিরপুর উপজেলার তালবাড়ীয়া গ্রামের হাজি ইয়ার উদ্দিনের ছেলে ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডলের জামাতা।

তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রেজাউল হক জানান, সকালে ইফতেকার মোটরসাইকেলে করে তার ছেলেকে নিয়ে কুষ্টিয়ায় স্কুলে নিয়ে যাচ্ছিলেন। গোপালপুরে পৌঁছলে পাবনা থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে হেলিকাপ্টরে ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।