সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

রোববার দুপুরে এই ঘটনা ঘটে। জাহাঙ্গীর জেলার ঝিকরগাছা উপজেলার বাইসা গ্রামের মৃত মোহম্মদ বিশ্বাসের ছেলে।

নিহতের স্ত্রী মনোয়ারা বেগম জানান, জাহাঙ্গীর ভ্যান চালিয়ে বাড়ি যাওয়ার পথে যশোর-বেনাপোল সড়কের নাভারণে পৌঁছলে একটি বাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা মারে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করে। পরে দুপুর পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ইসরাত জাহান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।