![](https://crimepatrolbd.com/wp-content/uploads/2016/10/soRok.jpg)
রেজাউর রহমানঃ আজ রাজধানীর উত্তরার সুইচ গেইট এলাকায় নিউজ সংগ্রহ করে ফেরার পথে পাশ দিয়ে আসা একটি পাইভেট কার সজোরে আসে তাদের গাড়িতে ধাক্কা দেয়; এতে সাংবাদিক রাজু আহম্মেদ ও আল-আমিন রেজা মোটরবাইক থেকে পরে গিয়ে আহত হন । স্থায়ী লোকজন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার দেন । ধাক্কা দেওয়ার পর পাইভেট কারটি পালিয়ে যাওয়ায় নাম্বার জানা যায়নি । ক্রাইম পেট্রোল বিডি পরিবার তাদের সুস্থতা কামনা করছে ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছে ।