সড়ক পরিবহন আইন সংশোধন করা হচ্ছে: কাদের

নিজস্ব প্রতিবেদক: সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সড়ক পরিবহন আইন সংশোধন করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জনগণের ইচ্ছায় সরকার ক্ষমতায় এ কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বিএনপির ইচ্ছায় সরকারের পতন হবে না।

এদিকে, গণপরিবহনে একের পর এক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় বেশ কয়েকদিন ধরেই চলছে আন্দোলন।

অবশেষে আজ-মঙ্গলবার গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস ( অর্ধেক ভাড়া) দাবি মেনে নিয়েছেন পরিবহন মালিকরা। এক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (১ ডিসেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।

তিনি বলেন, ভ্রমণকালে বিআরটিসি বাসের মতোই ব্যক্তি মালিকানাধীন বাসে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে। বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবে। তবে ব্যক্তি মালিকানাধীন বাসে এ সুবিধা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৮টা পর্যন্ত।

এছাড়াও ছুটির দিন হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু ঢাকায় সীমাবদ্ধ, অন্যান্য জেলার জন্য নয় বলে জানিয়েছেন খন্দকার এনায়েত উল্যাহ।