হংকংয়ে মাস্ক কেনার জন্য প্রায় ১০ হাজার মানুষের লম্বা লাইন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে নতুন করোনা ভাইরাসের। সংক্রমণের হাত থেকে বাঁচতে অনেকেই মাস্ক কিনছেন। এতে হঠাৎ মাস্কের সংকট দেখা দিয়েছে। চীনের আধা স্বায়ত্তশাসিত হংকংয়ে মাস্ক কেনার জন্য প্রায় ১০ হাজার মানুষের লম্বা লাইন চোখে পড়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে সার্জিক্যাল মাস্ক কেনার জন্য শীতের মধ্যেই দোকানের সামনে লাইন ধরে দাঁড়িয়েছেন হাজারও হংকংবাসী। করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে মাস্ক কেনার হিড়িক পড়ে যাওয়ায় মাস্কের সংকট দেখা দিয়েছে অঞ্চলটিতে। এরই মধ্যে এক কোম্পানি ছয় হাজার মাস্ক বিক্রির ঘোষণা দেয়। সেই মাস্ক কেনার জন্য মঙ্গলবার দিনগত রাত দেড়টায় লাইন ধরে দাঁড়ান ১০ হাজার মানুষ।

পরে ওই কোম্পানি জানায় বুধবারের মধ্যেই ১১ হাজার বাক্স মাস্ক বিক্রি করবে তারা। প্রতিটি বাক্সে ৫০টি মাস্ক রয়েছে। মাস্ক কেনার জন্য নতুন করে আর কাউকে লাইনে দাঁড়াতে না করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার হংকংয়ে নতুন করে আরও তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর অঞ্চলটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৮। এদিনই তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে চীনের সঙ্গে সীমান্ত বন্ধে দাবিতে ধর্মঘট করছেন হংকংয়ের সাস্থ্যকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবেন তারা। হংকংয়ে প্রায় ৭০ লাখ মানুষের বাস। এটি চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক চেকপয়েন্টের মতোই কাজ করে হংকং-চীন সীমান্ত। চীনে নতুন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯০ জনের। ফিলিপাইন ও হংকংয়ে একজন করে মারা যাওয়ায় বিশ্বজুড়ে করনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৪৯২।