
রাজধানীর প্রাণকেন্দ্র আব্দুল্লাপুর হইতে এয়ারপোর্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণ বিজয়ের পরে কোন চাঁদাবাজের দেখা মিলছে না। ওরা কোথায় গেলো? প্রত্যক্ষদর্শীদের বয়ান মতে জানা যায়,লম্বায় তিন হাত পাশে দুই হাত ফুটপাতের জমির ভাড়া দৈনিক দিতে হতো একশত টাকা হইতে তিনশত টাকা।ক্ষেত্র বিশেষ কোথাও কোথাও এর চেয়েও বেশি ভাড়া নেওয়া হতো।প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করতো একটি সংশ্লিষ্ট মহল। এখন আর তাদের দেখা মিলছে না।সাধারণ ছাত্র জনতার আন্দোলনের মুখে চাঁদাবাজরা গা ঢাকা দিয়েছে। আমরা সাধারণ জনগণের সাথে আলাপকালে জানতে পারি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-ছাত্রীরা দেশ ও জাতির জন্য মঙ্গলময় সুদিন এনে দিয়েছে।বাংলাদেশে থাকবে না আর চাঁদাবাজি,থাকবে না বৈষম্য।সুন্দর পরিবেশে চলবে স্বাধীন বাংলাদেশ।রিকশাচালক থেকে শুরু করে দিনমজুর সবার একই কথা চাঁদাবাজ মুক্ত দেশ চাই।