নিজেস্ব প্রতিনিধি : রাজধানীর গুলিস্তান, পল্টন ও বায়তুল মোকাররমের ফুটপাতের ব্যবসায়ীদের (হকারদের) মহানগর নাট্যমঞ্চের খালি জায়গায় পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ইতোমধ্যে ২৫০২ জন হকারের তালিকা করেছে ডিসিসি দক্ষিণ। নাট্যমঞ্চের খালি জায়গায় টিনের শেড নির্মাণ করে তাদের পুনর্বাসন করা হবে। প্রত্যেক হকারকে ৪ বাই ৪ ফুট (১৬ বর্গফুট ) জায়গা দেওয়া হবে। শিগগিরই তাদের (হকারদের) পুনর্বাসন করা হবে।
বাংলাদেশ হকার্স ফেডারেশনের সভাপতি ও ডিএসসিসির হকার পুনর্বাসন কমিটির সদস্য এম এ কাশেম বলেন, ‘এ বিষয়ে মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে আলোচনা হয়েছে। মহানগর নাট্যমঞ্চের পাশে তিন দিকে তালিকাভুক্ত ২ হাজার ৫০২ জন হকারকে পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ডিএসসিসি সূত্র জানায়, গত ১৯ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে গুলিস্তান এলাকা থেকে হকার উচ্ছেদ করে মহানগর নাট্যমঞ্চের তিন দিকে হকারদের পুনর্বাসনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মে মাসে হকার পুনর্বাসন কমিটি গঠন করে ডিসিসি দক্ষিণ। এ কমিটি ২ হাজার ৫০৬ হকারকে তালিকাভুক্ত করে। কিন্তু হকারদের পূনর্বাসন না করে গত ২৭ অক্টোবর হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে ডিসিসি দক্ষিণের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায় স্থানীয় প্রভাবশালীরা। তারা (স্থানীয় প্রভাবশালীরা) হকারদের কাছ থেকে মাসোহারা নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এরপরও উচ্ছেদ অভিযান অব্যাহত রাখে ডিসিসি। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ফুটপাতের দোকান। একদিন পার হতে না হতেই (২৮ অক্টোবর) স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে আবারো ফুটপাত দখল হয়ে যায়।
সংশ্লিষ্টরা জানান, উদ্ভুত পরিস্থিতির সমাধানে গত ২৯ অক্টোবর ডিসিসি দক্ষিণের ওয়ার্ড কাউন্সিলর ও হকার পুনর্বাসন কমিটির নেতাদের নিয়ে বৈঠক করেন মেয়র সাঈদ খোকন। বৈঠকে গুলিস্তান, পল্টন ও বায়তুল মোকাররমের ২৫০২ হকারকে মহানগর নাট্যমঞ্চের খালি জায়গায় পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়। এটি দ্রুত বাস্তবায়নের জন্য সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন মেয়র সাঈদ খোকন। প্রকৌশল বিভাগ ইতোমধ্যে কাজ শুরু করেছে। শিগগিরই পূনর্বাসন কাজ শুরু হবে।
সোমবার গুলিস্তান ও পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, হকাররা ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসিয়েছেন। ফলে যানজট লেগেই আছে। পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। মহানগর নাট্যমঞ্চের খালি জায়গায় হকার পুনর্বাসনের কোনো কার্যক্রম দেখা যায়নি।
ডিএসসিসির প্রধান প্রকৌশলী মো: নূরুল্লাহ বলেন, ‘হকার পুনর্বাসনের জন্য করণীয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে মহানগর নাট্যমঞ্চের পাশে শেড নির্মাণ বা অন্যান্য কাজের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’
এদিকে মহানগর নাট্যমঞ্চের খালি জায়গায় হকার পুনর্বাসন না করার দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), গ্রিন ভয়েজ, ওয়ার্ক ফর বেটার, বাংলাদেশ ট্রাস্টসহ বেশ কয়েটি সংগঠন। তারা গত ২ নভেম্বর মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে এ অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তারা মহানগর নাট্যমঞ্চ পার্কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেন, ‘হকার পুনর্বাসন করার উদ্যোগটির জন্য দক্ষিণ ডিসিসির মেয়রসহ সংশ্লিষ্টরা ধন্যবাদ পাবেন। কিন্তু একটি পার্ক ধ্বংস করে পুনর্বাসন করা ঠিক নয়। তারা অন্য জায়গায় পুনর্বাসন করুক এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু হকাররা মহানগর নাট্যমঞ্চ এলাকায় অস্থায়ীভাবে ব্যবসা শুরু করলে তাদের সরানো যাবে না। আমরা মেয়রের সঙ্গে সাক্ষাত করে তাকে আমাদের আপত্তির কথা জানিয়েছি।’
এ বিষয়ে মেয়র সাঈদ খোকন বলেন, ‘রাজধানীর গুলিস্তান, পল্টন এলাকার ফুটপাতে দোকান বসার কারণে এলাকায় যানজট লেগেই থাকে। এ সমস্যা সমাধানে হকারদের সরানোর বিকল্প নেই। এছাড়া আদালত ফুটপাতসহ যাবতীয় স্থান অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন। হকারদের রুটি-রুজির কথা চিন্তা করে কর্মসংস্থানের জন্য অস্থায়ীভাবে মহানগর নাট্যমঞ্চের খালি জায়গা নির্ধারণ করা হয়েছে। শিগগিরই এ পুনর্বাসনের কাজ শুরু হবে।’
তিনি আরো বলেন, ‘গুলিস্তান, পল্টন ও বায়তুল মোকাররমের হকারদের নিয়ে একটি ডাটাবেজ তৈরি করা হয়েছে। সেই ডাটাবেজ অনুযায়ী মহানগর নাট্যমঞ্চের খালি জায়গায় প্রাথমিক অবস্থায় ২৫০০ হকারকে পুনর্বাসন করা হবে।’
উল্লেখ্য, রাজধানীর জিরো পয়েন্ট থেকে গুলিস্তান হয়ে সদরঘাট পর্যন্ত রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট নির্দেশ দেন। একাধিকবার উচ্ছেদ করলেও স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় আবার ফুটপাত দখল হয়ে যায়।