হকারদের নিয়ে কর্মশালা করেছে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তান, মতিঝিল এলাকার যেসব হকার বিদেশে যেতে ইচ্ছুক তাদের নিয়ে কর্মশালা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার ডিএসসিসির ব্যাংক ফ্লোর সেমিনার কক্ষে এ কর্মশালা হয়।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল। এ সময় আইন কর্মকর্তা তুহিনুর আলম, প্রধান জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদার উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মশালায় অভিবাসী আইন, হকার সমস্যা, নগরজীবনে এর প্রভাব ও সমাধান বিষয়ে আলোচনা করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলাম, বিএমইটির উপ-পরিচালক (প্রশিক্ষণ) মেহবুব আলম।

কর্মশালায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও মেয়রের দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে বিদেশে যেতে ইচ্ছুক হকারদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে প্রয়োজনমতো এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে।