হজের আন্তর্জাতিক ব্যবস্থাপনার দাবি সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘পবিত্র হজের আন্তর্জাতিক ব্যবস্থাপনার দাবি সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।’

সৌদি আরবের আল-আরাবিয়া টেলিভিশন জানিয়েছে, কাতারের উদ্দেশে এক কথা বলেছেন মন্ত্রী। কিন্তু কাতার বলেছে, তারা কখনোই এ ধরনের কোনো দাবিই করেনি।

রোববার আল-আরাবিয়ার ওয়েবসাইট সংস্করণে সৌদি মন্ত্রী আবদেল আল-জুবেয়েরকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘পবিত্র স্থানগুলোর আন্তর্জাতিক ব্যবস্থাপনার জন্য কাতার যে দাবি করেছে, তা একটি আগ্রাসী ঘটনা এবং সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।’

আবদেল আল-জুবেয়ের আরো বলেছেন, ‘পবিত্র স্থানগুলোর আন্তর্জাতিকীকরণের চেষ্টা করছে যারা, তাদের বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার রয়েছে সৌদি আরবের।’

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি বলেছেন, তার দেশের কোনো কর্মকর্তা কখনো এ ধরনের দাবি করেননি। আলজাজিরা টেলিভিশনকে তিনি বলেন, ‘মিথ্যা তথ্য ও বায়বীয় গল্পের জবাব দিতে দিতে আমরা ক্লান্ত।’

হজের আন্তর্জাতিক ব্যবস্থাপনার দাবি না করলেও শনিবার কাতার অভিযোগ করে, পবিত্র হজ নিয়ে রাজনীতি করছে সৌদি আরব। এ বিষয়ে জাতিসংঘের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বিশেষ দূতের কাছে অভিযোগ জানিয়েছে তারা। কাতারি হাজিদের বিরুদ্ধে সৌদি আরবের প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করছে কাতার।

গত ৫ জুন কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের সম্পদশালী আরব দেশগুলোর মধ্যে সংকট সৃষ্টি হওয়ায় যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চল আরো অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

তবে সংকট সমাধানের উপায় বাতলে কাতারকে ১৩টি শর্ত দিয়েছে ওই চার দেশ। এগুলোর মধ্যে আছে- কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করা, দোহাভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বন্ধ করা, মুসলিম ব্রাদারহুড ও হামাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং ইরানের সঙ্গে যোগাযোগ বন্ধ করা। এসব শর্ত প্রত্যাখ্যান করেছে কাতার।

কাতারের আমির সংকট সমাধানে সংলাপের আহ্বান জানান। দুই পক্ষের মধ্যে সরাসরি সংলাপ না হলেও ওই চার আরব দেশের মন্ত্রীরা রোববার বৈঠক করেন। তারা জানিয়েছেন, কাতারের ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার জন্য আগে শর্তগুলো মানতে হবে দেশটিকে। কিন্তু কাতার তাদের অবস্থানে অনড় রয়েছে।

তথ্যসূত্র : রয়টার্স অনলাইন