
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সোমবার (২৭ জুন) পর্যন্ত মোট ১১২টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ২০০ হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ৮১৫ হজযাত্রী।
এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
মোট ১১২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৬৪টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৪৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫টি।
সৌদিতে গিয়ে ৬ হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ২ জন। এদের মধ্যে ৪ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। বার্ধক্যের কারণে তাদের সবার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।