হজ অব্যবস্থাপনার জন্য ট্র্যাভেল এজেন্সি ও হজ এজেন্সিগুলো দায়ী

জ্যেষ্ঠ প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হজ অব্যবস্থাপনার জন্য ট্র্যাভেল এজেন্সি ও হজ এজেন্সিগুলো দায়ী। তাদের প্রতারণাই অন্যতম কারণ। এ কারণে দায়ী এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল করা হবে। একই সাথে তাদের আর্থিক জরিমানা করা হবে।

সোমবার সচিবালয়ে হজ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, হজ এজেন্সিগুলো সময়মতো বাড়ি ভাড়া করেনি। সময়মতো ভিসা প্রক্রিয়া শেষ না করায় এই সমস্যা তৈরি হয়েছে।

বিমানমন্ত্রী আরো বলেন, ট্র্যাভেল এজেন্সিগুলো সময়মতো টিকিট করেনি। এসব প্রতারণার কারণে চরম অব্যবস্থাপনা হয়েছে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।