
সচিবালয় প্রতিবেদক : চলতি বছর হজ পালনকারীদের জন্য জেলা পর্যায়ের প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়। দেশের ৬৪টি জেলার প্রতিটি জেলা থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ের মোট ছয়জন করে বিশেষ এ প্রশিক্ষণ পাবেন।
বুধবার রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
ধর্ম মন্ত্রণালয় জানায়, প্রথম ধাপে চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর, মৌলভীবাজার, সিলেট, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জের প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এতে হজের নিয়ম-কানুন, সৌদি আরবের নিজস্ব আইন, যাতায়াত ও আবাসন সংক্রান্ত নানা বিষয় প্রশিক্ষকদের অবহিত করা হয়। প্রশিক্ষকরা আগামী ২১ থেকে ৩০ জুনের মধ্যে নিজ জেলার হাজিদের এসব বিষয়ে প্রশিক্ষণ দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘সরকার হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এনেছে। যে কারণে সরকারি ব্যবস্থাপনায় এ ধরনের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। অতীতে প্রশিক্ষণের অভাবে হাজিরা মানসিকভাবে তৃপ্তি পেতেন না। এখন প্রশিক্ষণ দিয়ে তাদের প্রতিটি হুকুম-আহকাম ভালোভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। এতে করে তারা মানসিকভাবে প্রশান্তি পাবেন।’
ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার ব্যক্তি হজ করতে যাবেন।