হজ শেষে দেশে ফিরেছেন ১ লাখ ৬ হাজার হাজী

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে শনিবার পর্যন্ত মোট ৩০৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন একলাখ ৬ হাজার ৮৫৩ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪০টি ফ্লাইটে ৫৪ হাজার ৫৩৬ জন ও সৌদি এয়ারলাইন্সের ১৬৩টি ফ্লাইটে ৫২ হাজার ৩১৭ জন হাজি ফিরে আসেন। তবে অন্যান্য এয়ারলাইন্সে আসা হাজির সংখ্যা এর অন্তর্ভূক্ত নয়।

মক্কা থেকে ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে সর্বমোট ১৪০ জন বাংলাদেশি হজযাত্রী/হাজি ইন্তেকাল করেছেন (পুরুষ ১১৯ জন ও নারী ২১জন)। এর মধ্যে মক্কায় ৮৫ জন, মদিনায় ২২ জন, জেদ্দায় ৫ জন, মিনায় ১৮ জন ও আরাফায় ১০ জন মারা যান।