হট লুকের প্রশংসায় ভাসছেন কোয়েল

টালিউডের বড় পর্দার জনপ্রিয় এবং মিষ্টি নায়িকা কোয়েল মল্লিক। অভিনয় জীবনে ক্যারিয়ারের ১৮ বছর সফলভাবে পার করেছেন তিনি। এছাড়া বাংলার দর্শকদের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছেন কোয়েল। তার জনপ্রিয়তা সেই আগের দিনের মতই এখনো তুঙ্গে।

সম্প্রতি একটি ভিডিও শেয়ারের পর নেট দুনিয়ায় ঝড় তুলেছেন কোয়েল। তার হট লুকের প্রশংসায় ভাসছেন কোয়েল। কেউ বলছেন, হটি। আবার কেউ বলছেন, কোয়েল অন ফায়ার।

অভিনয় জীবন থেকে কিছু সময়ের বিরতি নিয়েছেন কোয়েল। কিছুদিন আগেই মা হয়েছেন তিনি। মা হওয়ার পর নিজেকে অভিনয় এর জন্য প্রস্তুত করার লক্ষ্যে নেমেছিলেন অভিনেত্রী।

সেই লক্ষ্য পুরন করে নিজের ছবি প্রকাশ করলেন ফেসবুকে। সেখানে দেখা যায় পুরনো রূপে আরও আকর্ষণীয় করছেন নিজেকে। তারই ঝলক দেখা গেছে তার শেয়ার করা একটি ভিডিওতে।

রবিবার নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন কোয়েল। ডেনিম প্যান্টের সঙ্গে সাদা টি-শার্ট, আর ডেনিম জ্যাকেটে দেখা গেছে কোয়েলকে। পায়ে ছিল লাল হিল। বোহেমিয়ান লুকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এ নায়িকা।

এর আগে, দেব-জিতের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা। পর্দার জীবন নিয়ে কোয়েল যতটা আলোচিত ঠিক ততটাই আলোচিত তার ব্যক্তিজীবন নিয়ে। তার লাইভ লাইফ নিয়ে চর্চার শেষ নেই। যদিও তেমন কোনো তথ্য পাওয়া যায় না কোয়েলের লাভ লাইফ নিয়ে। এক সময় জিতের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও পরে তা ধোপে টেকেনি।

২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। গত বছর প্রথম সন্তানের মা হয়েছেন তিনি। চাপা স্বভাবের কোয়েল সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন তার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে। অনুরাগ বসুর টক শোতে হাজির হয়ে এক তরফা প্রেমের কাহিনি জানিয়েছিলেন কোয়েল।