হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারি

বিনোদন ডেস্কঃ ‘বিগ বস’র চতুর্থ সিজনের বিজয়ী ও ভারতীয় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি হঠাৎ শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েছেন। তাৎক্ষণিক তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবরে শ্বেতার অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করলেও, তার অসুস্থতা গুরুতর কিছু নয় বলে জানানো হয়েছে।

কালার্স টিভির জনপ্রিয় রিয়ালিটি শো ‘খতরো কে খিলাড়ি’ সিজন ১১-এর প্রতিযোগী হিসেবে সম্প্রতি শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন শ্বেতা। আর এই ক্রমাগত জার্নি করার ফলে অভিনেত্রীর শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে বলে জানা যায়। এছাড়াও তার ব্লাড প্রেশারও কমে গেছে। তবে চিন্তার কিছু নেই বলে তার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে।

এক বিবৃতিতে শ্বেতার টিম জানায়, দুর্বলতা ও লো প্রেশারের কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বারবার ট্র্যাভেল করার কারণে তিনি ঠিকমতো বিশ্রাম পাননি। আবহাওয়া পরিবর্তনের কারণেও শরীর খারাপ তার। শ্বেতাকে জলদিই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

‘খতরো কে খিলাড়ি ১১’র ফাইনালেও উঠেছিলেন শ্বেতা। কিন্তু ওয়াটার টাস্কে গিয়ে তিনি হাল ছেড়ে দেন। ফলে হাতছাড়া হয় ট্রফিও। দিব্যাঙ্কা ত্রিপাঠিকে হারিয়ে এবারের সিজনে বিজয়ী হয়েছেন অর্জুন বিজলানি।

এদিকে চলতি বছরের শুরুর দিকে স্বামী অভিনব কোহলির সঙ্গে ব্যক্তিগত বিবাদের জেরেও সংবাদের শিরোনামে এসেছিলেন শ্বেতা। তার দাম্পত্যকলহ এবং তাদের কাদা-ছোড়াছুড়ি সবটাই প্রকাশ্যে আসে তখন। আপাতত কোর্টে তাদের বিয়ে বিচ্ছেদের মামলা চলছে।

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’র চতুর্থ সিজনের বিজয়ী শ্বেতা তিওয়ারি। নির্মাতা একতা কাপুরের সুপারহিট ডেইলি সোপ ‘কসৌটি জিন্দেগী ক্যায়’র জন্য তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান। বর্তমানে নিয়মিতই ভারতীয় নানা টেলিভিশনের পর্দায় দেখা যায় তাকে।