হঠাৎ ইজি বাইক বন্ধ ভোগান্তির শেষ কোথায়

রাজধানী দক্ষিণখান আব্দুল্লাপুর হইতে মুন্ডা,ময়নারটেক পযন্ত যে সকল ইজি বাইক চলা চল করে হঠাৎ সকাল ৮টা থেকে বন্দ হয়ে যায়।এ ব্যাপারে কিছুই যানা যায় নি।যে সকল নেতারা এই ইজি বাইক পরিচালনা করত তারাও কোন কথা বলতে রাজি না,প্রতক্ষ্য দর্শী জানান চাঁদা বাজীর কারনে এই ঘটনা ঘটেছে।কেউ কেউ বলেন আব্দুল্লাপুর ১০০/=(এক শত)টাকা,চাঁদা দিতে হয় আটি পাড়া ৩০/=(ত্রিশ),ময়নারটেক ৩০/=(ত্রিশ)টাকা চাঁদা দিতে হয় এ জন্য ইজি বাইক চালকরা ইজি বাইক চলা চল বন্দ করে দিয়েছে।