নিজস্ব প্রতিবেদকঃ ঢাকায় শনিবার সংঘর্ষে নিহত পুলিশ সদস্য ও আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন আওয়ামী লীগের নেতারা।
দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও মাহবুবউল আলম হানিফ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
আওয়ামী লীগ নেতারা নিহত পুলিশের পরিবারের সদস্য এবং আহত পুলিশ ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রশ্ন উত্থাপন করে বলেন, সাংবাদিকরা কী অপরাধ করলেন? তারা তো নিউজ কাভার করতে গেছেন। তাদের ওপর কেন হামলা হলো? এটার উপযুক্ত বিচার আমরা নিশ্চিত করব।
তিনি বলেন, তারা (বিএনপি-জামায়াত) যে নৃশংসতা দেখিয়েছে তা ২০১৩-১৪ সালের নৃশংসতাকেও হার মানিয়েছে। তারা যে নৈরাজ্য করেছে, সেই নৈরাজ্যের হাত থেকে সাংবাদিকরাও রেহাই পাননি। ২০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন। তাদের কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং অন্যান্য হাসপাতালেও চিকিৎসাধীন। এভাবে সাংবাদিকদের ওপর হামলা নিন্দনীয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।
তথ্যমন্ত্রী বলেন, এর বাইরে ১৫০ জনের মতো পুলিশ সদস্য এবং অনেক সাধারণ মানুষও আহত হয়েছেন। এক পুলিশ সদস্য মারা গেছেন। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে আমরা তা দেখেছি। তার পরিবারের সদস্যরা এখানে রয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার ও দলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি।