হত্যাকাণ্ডের বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চকবাজার থেকে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ এই সমাবেশের আয়োজন শেষ করে।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াতের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে ছয়জন নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে। তারা এই ঘটনাকে “পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করে দোষীদের বিচার দাবি করেন।

বক্তারা আরও বলেন, “লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় দেশে বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর হয়েছে।তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

শ্রীনগর উপজেলা জামায়াতের আমীর টি এম বেলাল হুসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের প্রার্থী জননেতা অধ্যাপক একেএম ফখরুদ্দিন রাজি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর নুর জামান, মিডিয়া বিভাগ পশ্চিম এর সভাপতি মোহাম্মদ জাকির লস্কর, নায়েবে আমির ওমর ফারুক মোল্লা, শুরা সদস্য হাফেজ মজিবর রহমান, আটপাড়া ইউনিয়ন সভাপতি মোহাসিন মোল্লা, রাড়িখাল ইউনিয়নের সভাপতি আব্দুল হাই, তন্তর ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, হাঁসাড়া ইউনিয়নের সভাপতি নুরুউদ্দিন, ষোলঘর ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, ভাগ্যকুল ইউনিয়নের সভাপতি মনীরুল ইসলাম, কুকুটিয়া ইউনিয়নের সভাপতি সাবের হোসেন, বীরতারা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বস আলী লস্কর, পাটাভোগ ইউনিয়নের সাধারন সম্পাদক মো বিপ্লব হোসেনসহ ১৪ ইউনিয়নের নেতাকর্মী।