হত্যার পর স্ত্রীর মৃতদেহের সঙ্গে সেলফি তুলে সামাজিকমাধ্যমে পোস্ট!

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর মৃতদেহের সঙ্গে সেলফি তুলে সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন এক ব্যক্তি! রোববার ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলে।

নিহতের নাম শ্রী প্রিয়া, তিনি তামিলনাড়ুর কোয়েম্বাটোরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার স্বামী বালামুরুগম তামিলনাড়ুর তিরুনেলভেলির বাসিন্দা। স্বামীর কাছ থেকে আলাদা থাকতেন তিনি। স্ত্রী পরকীয়া সম্পর্কে ছিলেন-এমন সন্দেহে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বালামুরুগম নির্মমভাবে তার স্ত্রীকে একটি নারী হোস্টেলে কুপিয়ে হত্যা করে। পরে স্ত্রীর মৃতদেহের সঙ্গে সেলফি তোলে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি রোববার বিকালে হোস্টেলে আসেন। তিনি নিজের পোশাকে একটি দা লুকিয়ে রেখেছিলেন এবং শ্রী প্রিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। দুজনের দেখা হওয়ার পরই তাদের মধ্যে তর্ক শুরু হয়, যা দ্রুত সহিংসতায় রূপ নেয়। বালামুরুগম লুকানো দা বের করে শ্রী প্রিয়াকে কুপিয়ে হত্যা করে।

পুলিশ আরও জানায়, হত্যার পর তিনি মৃতদেহের সঙ্গে সেলফি তুলে নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করেন এবং তার বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তোলেন। এ ঘটনায় হোস্টেলে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

নৃশংস হত্যাকাণ্ডের পর অভিযুক্ত বালামুরুগম পালিয়ে না গিয়ে ঘটনাস্থলেই ছিলেন। পরে পুলিশ গিয়ে তাকে সেখান থেকেই গ্রেফতার করে। হত্যায় ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বালামুরুগম সন্দেহ করতেন তার স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন।