হবিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ডাকাত সদস্য নিহত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের ইনাতাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক বলেন, রাত সাড়ে ৩টার দিকে শহরের ইনাতাবাদ এলাকায় ৮-১০ জন ডাকাত অবস্থান করছিল। খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি করলে ঘটনাস্থলেই অজ্ঞাত (২৬) এক ডাকাত মারা যায়। অন্য ডাকাতরা পালিয়ে যায়।

তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চারটি রামদা, গ্রিল কাটার মেশিন, চাকুসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। আহত সদর মডেল থানার এসআই মিজানুর রহমান, এসআই অরুপ কুমার চৌধুরী, কনস্টেবল ইয়াসিন ও কনস্টেবল কর্ণমনিসহ পাঁচজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।