
ক্রাইম পেট্রোল বিডি প্রতিনিধি : ১৯৭৫ খ্রিষ্টাব্দের ২১ শে নভেম্বর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার খনকারীপাড়া (চৌধুরীবাড়ী) গ্রামে এক সম্ভ্রান্ত আওয়ামী মুসলিম পরিবারে জন্ম তাঁর। বাবা মৃত: মোঃ আতিকুর রহমান চৌধুরী ছিলেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সেনাবাহিনীতে কর্মরত থাকাবস্থায় কুমিল্লা সেনানিবাস থেকে গ্রেফতার হয়ে পাকিস্থানের শিয়ালকোর্ট কারাগারে বন্দী ছিলেন। যুদ্ধপরবর্তী সময়ে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ট নেতৃত্বের কারণে এবং বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে পাকিস্তান কারাগর থেকে মুক্তি পেয়ে আবার সেনাবাহিনীতে যোগদান করেন। মা মোছা: জাহানারা বেগম চৌধুরী ছিলেন একজন আদর্শ গৃহিনী। মুক্তিযোদ্ধ চলাকালীন স্বাধীনতার পক্ষে কাজ করায় হানাদার বাহিনী কর্তৃক পুরুষ শূন্য হয়ে পড়ে তাঁর পরিবার। সেই থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতিকে মিশিয়েছেন অস্থিমজ্জায় তরুণ উদিয়মান সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুল মুকিত চৌধুরীর।
হবিগঞ্জ জে কে হাইস্কুলে নবম শ্রেণির ছাত্র থাকাবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের পতাকাতলে শামিল হন সাবেক এই ছাত্রনেতা। সেই থেকে রাজপথের পরিক্ষিত সৈনিক হিসেবে আত্মনিয়োগ করেন। পালন করেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্পিত দায়িত্ব। তিনি সিলেটের তাজপুর ডিগ্রি কলেজ থেকে বি.এ পাস করেন। তার রাজনৈতিক জীবন বঙ্গবন্ধুর আদর্শে ও রহস্যে কানায় কানায় পূর্ণ। সে সব ছাত্রনেতা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হবিগঞ্জ-১ নবিগঞ্জ বাহুবলের মাটি ও মানুষের নেতা বাংলার যুব সমাজের আইকন জননেতা মোঃ আব্দুল মুকিত চৌধুরী তাদের অন্যতম। ১/১১ এর আওয়ামী লীগের দুঃসময়ে তিনি জীবন বাজি রেখে ছাত্রলীগের হাল ধরেছিলেন এবং সকল ষড়যন্ত্র মৃত্যুর মুখোমূখী হয়ে প্রতিহত করেছিলেন। তিনি পালন করেন ইউনিয়ন পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাজনৈতিক পরিচয়ই তাঁর জীবনের স্বচ্ছতার পরিচয় বহন করে তিনি নির্বাচিত হন কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ। (১২/০৯/২০১২ইং), সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কমিটি। (২১/১০/২০০৬ইং), সাবেক সহ-সভাপতি, হবিগঞ্জ জেলা ছাত্রলীগ। (৬/১১/২০০৩ইং), সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, নবীগঞ্জ থানা, ছাত্রলীগ, হবিগঞ্জ। (১০/১০/১৯৯৮ইং), সাবেক সহ-সম্পাদক, নবীগঞ্জ থানা ছাত্রলীগ, হবিগঞ্জ। (৭/১২/১৯৯৪ইং), সাবেক সদস্য, নবীগঞ্জ থানা ছাত্রলীগ, হবিগঞ্জ। (১৩/৮/১৯৯২ইং), সাবেক সভাপতি, কুর্শী ইউনিয়ন ছাত্রলীগ, নবীগঞ্জ, হবিগঞ্জ। (২৫/০৭/১৯৯০ইং), সাবেক সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ (কুশী ইউনিয়ন), নবীগঞ্জ, হবিগঞ্জ। (০৮/০৯/১৯৮৯ইং)। রাজনৈতিক কর্মকান্ড: ১/১১ পরবর্তী দেশরতœ শেখ হাসিনার মুক্তি আন্দোলনে যুবলীগের প্রতিটি কর্মকান্ডে অংশগ্রহণ করেন। জোট সরকারের আমলে জোট সরকার কর্তৃক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে আওয়ামী লীগের ডাকে প্রতিটি কর্মকান্ডে যুবলীগের নেতৃত্বে ভূমিকা রাখেন। সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ.এম.এস কিবরিয়ার নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে পরবর্তী সময়ে বিচারের দাবিতে “শান্তির পক্ষে নীলিমা” কর্মসূচীতে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার কর্মকান্ডে সার্বিকভাবে অংশগ্রহণ ও সাফল্যমন্ডিত করেন। ক্রাইম পেট্রোল বিডি’র একান্ত সাক্ষাতকারে বলেন, তিনি আওয়ামী লীগ ও বি.এন.পি’র রাজনীতিতে মৌলিক পার্থক্য রয়েছে। তিনি বলেন বি.এন.পি’র সৃষ্টি সেনানিবাস থেকে। আর বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি বাংলাদেশের কোটি বাঙালির হৃদয় ও রক্তে রঞ্জিত পিছঢালা রাজপথ থেকে। আওয়ামী লীগ জনবান্ধব রাজনৈতিক দল। তাই তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে তাঁর এলাকার গণমানুষের সেবা করে জীবনের বাকি সময়টুকু অতিবাহিত করতে চান। রাজনীতি করতে যেয়ে কখনো কখনো প্রাণনাষের হুমকি পেয়েও পিছপা হননি এই উদিয়মান তরুণ নেতা। বর্তমানে তিনি এক স্ত্রী এক পুত্র সন্তান ও দুই কন্যা সন্তানের সাথে ঢাকার জামতলা, পূর্ব রামপুর, ১৩৮/৪/৫, এ বসবাস করেন এবং রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে সমধিক পরিচিত। এলকার মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা আকাশচুম্বী। তিনি মানুষকে ভালবাসতে, মানুষকে বুঝতে, মানুষের সেবা করতে খুব পছন্দ করেন বলে জানিয়েছেন। ভবিষ্যতে তিনি হবিগঞ্জ-১ নবিগঞ্জ বাহুবল আসনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পেলে এবং সংসদ সদস্য নির্বাচিত হলে আন্তরিকতা ও একনিষ্ঠতার সাথে বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আস্থাবাজন হয়ে কাজ করার প্রত্যয় দৃঢ়চিত্তে ব্যক্ত করেন।