আহমদ রেযাঃ রাসূলের খলিফা, ইসলামের খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রা) এর পবিত্র নাম আব্দুল্লাহ। উপনাম আবু বকর। উপাধী সিদ্দিক, আতীক। সিদ্দিক অর্থ হলো অত্যাধিক সত্যবাদী। তিনি অন্ধকার যুগেই এই উপাধীতে ভূষিত হন। কারণ সর্বদাই তিনি সত্য কথা বলতেন। আর আতীক অর্থ হলো মুক্ত। এর কারণ হলো সরকারে দোআলম নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন “তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত” (তারুখুল খুলাফা, পৃ: ২৯)। এ কারণেই এই উপাধী
তিনি কোরাইশ বংশের আর নবীজীর বংশের সাথে ৭ম পুরুষে তার বংশ মিলিত হয়েছে। আবু বকর হলেন সেই সাহাবী যিনি সরকারে মদিনা, তাজেদারে রিসালাত, শাহেনশাহে নবুয়ত, হুযুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাতের সর্বপ্রথম স্বীকারকারী। তিনি হলেন জামিউল কামালাত বা সকল পূর্ণতার ধারক বাহক এবং মাজমাউল ফাজায়েল বা ফজীলতের সমন্বয়কারী। কেননা আম্বিয়ায়েকেরামের আগের ও পরের সকল মানুষের মাঝে তিনি উত্তম ও মর্যাদাশীল। স্বাধীন পুরুষদের মাঝে তিনিই সর্বপ্রথম ইমান কবুলকারী।
তিনি আমার নবীজীর পরমর্শদাতা হয়ে সারাজীবন পেয়ারা নবীজীর কদমে থেকে সর্বশেষ নবীজীর বিরহে জীবন দিয়ে গেলেন। ২ বছর ৭ মাস খেলাফতের মসনদে থেকে ২২ জমাদিউস সানী ১৩ হিজরী সোমবার দিন অতিবাহিত হবার পর তিনি ইন্তেকাল করেন। সাহাবী ফারুকে আযম ওমর (রা) সিদ্দিকে আকবরের জানাজার নামায পড়ান। পেয়ারা নবীজীর পবিত্র ডান পাশে উনাকে সমাহিত করা হয়
(আল ইকমালু ফি আসমায়ির রিজাল, পৃ: ৩৮৭)
চলবে……….