হযরত শাহজালাল (রহ) মাজার জিয়ারতের মাধ্যমে নবাগত পুলিশ সুপারের কর্মকাল শুরু

আদনান চৌধুরীঃ আজ (১০ জুলাই) বুধবার- আধ্যাত্তিক নগরী সিলেটের নবাগত পুলিশ সুপার হিসেবে যোগ দান করেন আব্দুল মান্নান বিপিএম।

এই বিষয়ে সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা মো সম্রাট তালুকদার জানান, সিলেট জেলার সদ্য সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন পিপিএম সেবা এর কাছ থেকে সিলেট জেলা পুলিশের দায়িত্ব গ্রহন করেন নবাগত সিলেট জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার)

চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে আবদুল মান্নান বিপিএম (বার) এর সুখ্যাতি রয়েছে। তিনি কুমিল্লা জেলা পুলিশ সুপার এবং ( ডি এম পি)’র’ কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে কর্মরত থাকাকালীন জঙ্গি দমনে প্রশংসনীয় ভুমিকা রাখেন।

নবাগত পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার) আধ্যত্মিক নগরী খ্যাত সিলেটে পুলিশ সুপার হিসেবে যোগদানের প্রথম দিনে ৩৬০ আউলিয়ার পূণ্যভূমির হযরত শাহজালাল (রঃ), হযরত শাহপরান (রঃ) এবং গাজী বোরহান উদ্দিন (রঃ) এর মাজার শরীফ জিয়ারত করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।