হরগঙ্গা কলেজ ছাত্রাবাস থেকে অস্ত্র-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ৮৯ রাউন্ড পিস্তলের গুলি, তিন রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, একটি পাইপ গান, চার রাউন্ড শর্টগানের কার্তুজ ও দুই রাউন্ড কার্তুজের খোসা, একটি খেলনা পিস্তল, দুটি চাইনিজ কুড়াল, পাঁচটি ছোরা ও দুটি ধারালো চাকু। এ সময় ৩৩ বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত রাত ২ টা থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এই অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

পরে আজ দুপুর ২ টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এই সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাহেদুল আলম পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে হরগঙ্গা কলেজ ছাত্রাবাসের দ্বিতীয় তলার ২০৫ নং কক্ষে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়। এ সময় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়। এসব অস্ত্র মজুদের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।