নিজস্ব প্রতিবেদক : গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অর্ধদিবস হরতাল সফল করায় রাজধানীবাসীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেন, ‘সাম্প্রতিক সময়ের অন্য যেকোনো হরতালের তুলনায় এবার হরতালে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। জনগণ এ কথা স্পষ্ট করে দিয়েছে যে, তারা গ্যাসের মূল্য বৃদ্ধি কোনোভাবেই মানতে রাজি নয়।’
তারা আরো বলেন, ‘ঢাকাবাসী গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের হরতালে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছে, তা সঙ্গী করে সিপিবি-বাসদ জনগণের দুর্ভোগ মোচনে ও তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য লড়াই চালিয়ে যাবে।’
সরকারকে হুঁশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ বলেন, ‘গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে যে আন্দোলন গড়ে উঠেছে, তা অব্যাহত থাকবে ও আরো জোরদার হবে।’
এদিকে গ্যাস-বিদ্যুৎ-কেরসিন-ডিজেল-পেট্রোলের দাম বৃদ্ধি ও জ্বালানি ক্ষেত্রে দুর্নীতি-লুটপাট-নৈরাজ্যের প্রতিবাদে ১-১৪ মার্চ দেশব্যাপী ‘প্রতিরোধ পক্ষ’ পালনের ঘোষণা দেওয়া হয়। প্রতিরোধ পক্ষে সারা দেশে মিছিল, বিক্ষোভ, সভা-সমাবেশ, মানববন্ধন, সুধী সমাবেশ ইত্যাদি অনুষ্ঠিত হবে। সর্বত্র জ্বালানি মূল্য বৃদ্ধি প্রতিরোধ কমিটি গঠন করা হবে।
আগামী ১৫ মার্চ একই দাবিতে ঢাকায় জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে বিবৃততি জানানো হয়।