হরিপুরে ইজিবাইক রাস্তায় জটলা বেঁধে থাকায় যানজট সৃষ্টি, কর্তৃপক্ষ বলতে কেউ নেই,,

মোঃ আনোয়ার হোসেন; হরিপুর উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাওঁ জেলার হরিপুর উপজেলা ৪ নং ডাঙ্গীপারা ইউনিয়নে  চৌরঙ্গী চৌরাস্তায় মোড়  ২ নং আমগাঁও ইউনিয়নে  কামারপুর জামুন বাজার চৌরাস্তায়া নামক এলাকায়।
৫ নং সদর ইউনিয়নে কালী মন্দির এলাকায়, ৩ নং বকুয়া ইউনিয়নে ধীরগন্জ চৌরাস্তায় ও ঠাকিঠুকি মোড়ে, অপরিকল্পিত ভাবে দাড়িয়ে যাত্রী উঠা নামা করে। , সেই   সময় বিপরীত  দিক থেকে আসা ইজিবাইক গুলো এসে জটলা বেঁধে যান চলাচলে বাধা সৃষ্টি করে ।  বিভিন্ন সময় দূর্ঘটায় গুরুতর আহত হয়, এলাকার বহু লোকজন।  ।ইজিবাইক চালক গুলো দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এই রাস্তা গুলোতে ব্যাটারি চালিত গাড়ি ও সেলোমেশিন চালিত ভটভটি,পাওয়ার টিলার,  ট্রাক্টর,  প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা । অকালে ঝরছে প্রান, ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা  হীন চালক। নিয়মনীতি কে তোয়াক্কা না করে বেপরোয়া গতির কারনে আর প্রতিদিন ঘটছে দুর্ঘনা।
এতে পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে হাজারো মানুষ। নিদির্ষ্ট নীতিমালা না হলে ঘটবে দুর্ঘটনা।  নসিমন, করিমন, ব্যাটারি চালিত গাড়ি, ভটভটি, যে হারে রাস্তায় বেড়েছে। প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে চলতে হয়। জনসাধারনের দাবি এই সড়ক গুলোতে অপরিকল্পিত ভাবে জটলা বেঁধে থাকা ইজিবাইক গুলো যেন থাকে নিদিষ্ট জায়গা নির্ধারন দেওয়া হয়।  বিধিমোতাবেক লাইসেন্স ছাড়া যেন কেউ  চালাতে না পারে।