হরিপুরে উপজেলা আওয়ামীলীগের ৭৩ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হরিপুর( ঠাকুরগাঁও)  প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দলীয় কার্যালয়ে সকাল ৮.৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন শেষে   বঙ্গবন্ধু প্রতিকৃতিতে  পুষ্পমাল্য অর্পণ  করা হয় সকাল ৯ টায়।
সকাল ১০,৩০  মিনিটে উপলক্ষে র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নগেন কুমার পাল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের হরিপুর উপজেলা শাখার  সাধারণ সম্পাদক  অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল,সাবেক সাধারণ সম্পাদক এসএম আলমগীর,  যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক  মোজাফফর আহমদ মানিক ও মো জিল্লুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, বিভিন্ন ইউনিয়নের সভাপতি/ সম্পাদক  অঙ্গ সংগঠন এর নেতা কর্মী বৃন্দ।
আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৪৯ সাল ২৩ শে জুন দলটির জন্ম লাভ করে।তারই ধারাবাহিকতায়  ১৯৫২ ভাষা আন্দোলন, ১৯৬৬ ছয় দফা, ১৯৬৯ গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে ১৯৭০ নির্বাচন দিতে বাধ্য হন এবং আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হওয়ার পরও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হন। নির্বাচিত প্রতিনিধি হিসেবে বাঙালি জাতির মহানায়ক সকল ষড়যন্ত্র অনুধাবন করে ১৯৭১সালে ৭ই মার্চ স্বাধীন রাষ্ট্রের রূপরেখা তৈরি করে, লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্য যে ভাষণ দেন, সেখানে বাঙালি জাতির মুক্তির  সকল নির্দেশনা ছিল,পৃথিবীর বুকে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের  প্রতিষ্ঠায়,বাঙালি জাতি রক্তক্ষয়ী যুদ্ধে  ৩০ লক্ষ শহীদ দুই লক্ষ মা- বোনের ইজ্জতের  বিনিময়ে অর্জিত হয় বাংলার স্বাধীনতা।