হরিপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক – ১ 

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হরিপুর থানায়  ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম  গাজা  সহ একজন মাদক কারবারি আটক।
এসআই  মো: রাকিবুল ইসলাম, এসআই রফিকুল ইসলাম, এএসআই মোঃ মাসুদ রানা, এএসআই মোঃ ফরহাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স সহ অদ্য ৮/৮/ ২০২৩ তারিখ  ১৮.৪৫   ঘটিকার সময় হরিপুর থানাধীন ডাঙ্গীপাড়া এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ  অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানাধীন ০৪ নং ডাঙ্গীপাড়া ইউপির অন্তর্গত পাহাড়গাঁও গ্রামে ধৃত আসামী মোঃ সুলতান আলী (৩৯), পিতা-মৃত আমিনুল হক, সাং-পাহাড়গাঁও, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও এর বসতবাড়ির পশ্চিম ভিটা পূর্বদুয়ারী এক চালা টিনের ঘরে শয়ন করা খাটের তোষকের নীচ হতে ২০০ (দুইশত) গ্রাম শুকনা গাঁজা  ও আসামীর পরিহিত লুঙ্গির ডান কোচ হইতে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন। আসামীর বিরুদ্ধে  মাদক নিয়ন্ত্রন আইনে  মামলা প্রক্রিয়াধীন।