হরিপুরে গণপিটুনিতে বাইক চোর নিহত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়নে ঐতিহাসিক  যাদুরানি হাটে বাইক চুরি করার সময় হাতেনাতে ধরা পরে। জনতার গণপিটুনিতে চোরের মৃত্যু  হয়েছে।
সেই ব্যাক্তির বাসা রাণীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নের গোগর গ্রামে। উক্ত ব্যাক্তি পিটুনি খাওয়ার সময় স্বীকার করে সে উত্তর বঙ্গের বিখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাক এর শিষ্য।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত ব্যাক্তির লাশ উদ্ধারের জন্য  তদন্ত শুরু করেছে। স্থানীয় জনগণের দাবি দীর্ঘ দিন  যাবৎ বাইক  চোরগুলো প্রশাসনের সাথে লিয়াজু করে চুরি চালিয়ে আসছিল।
বাইক চুরি করার পর চোর নিজে মালিককে কল দিয়ে মোটা অংকের  টাকা দাবী করে, আর টাকা  দিলে চোর মোটরসাইকেল দিয়ে দেয়। এখন আধুনিক  প্রযুক্তির যুগেও  বছরের পর বছর  এই চুরি কান্ড বন্ধ হয়নি।
বর্তমানে বাইক চোরগুলো চুরির সময়  আটক হওয়ার দুদিন পর আবার জামিনে বের হয়ে আবারো চুরি করে।
প্রতি নিয়ত বাইক চুরি হয়। এজন্য জনতার ক্ষোভের সঞ্চার হয়ে মৃত্যু হয়েছে।  এসবের  পিছনে কারা জর্ড়িত জণগণ জানতে চায়।  এই দৃশ্য শক্তির উৎস কোথায়।