
হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯-৫-২০২৩ ইং তারিখে বিকেল ৩,৪৫ মিনিটে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের বেধরক পিটিয়েছে বিদ্যালয়ের অফিস পিয়ন মোঃ সাকির হোসেন। এই তীব্র গরমে মারপিটের কারণেই কোন কোন ছাত্র-ছাত্রী ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়।
বিদ্যালয়ের শিক্ষক মোঃ শরিফ হোসেনকে তৎক্ষণাৎ অবহিত করলেও ছাত্র-ছাত্রীরা কোন প্রতিকার পায়নি। বিদ্যালয়ে মারপিটে কারণে কিছু কিছু ছাত্র-ছাত্রী রাতে বাড়িতে অসুস্থ হয়ে পরলে মা বাবাকে জানান। ১০-৫-২০২৩ ইং তারিখে সকল অভিভাবকগণ সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে মারপিটের দাগ প্রধান শিক্ষককে দেখান। উপস্থিত অভিভাবকগণ একপর্যায়ে মারমুখী হয়ে উঠলে স্থানীয় চেয়ারম্যান ও হরিপুর থানা পুলিশের সহায়তায় পরিবেশ কিছুটা শান্ত হয়। ঘটনার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদ ইবনে সুলতান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের মুখে কথা শুনেন। তিনি জানান প্রধান শিক্ষকের লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত পিয়নের বিরুদ্ধে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শরিফুল হককে জিজ্ঞেস করা হলে তিনি জানান আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি এবং সেখানে পুলিশ পাঠিয়েছি।