
হরিপুর,( ঠাকুরগাঁও): ইউনিয়ন পরিষদ-২০২১, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৩০ নং ভোট কেন্দ্রে ডাঙ্গীপাড়া ভাঙ্গামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার কে মারধর করে , ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই মামলায় অভিযুক্ত আসামি ৬ অজ্ঞাত ১০০০/১২০০০ জন।
মোঃ নুর আলম( ৪৭) প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ শাহাজাহান কবির ও সার্জেন্ট মোঃ সারোয়ার হাসান সহ সঙ্গীয় ফোর্স সহ ১০ তারিখে বিকেল ৩ টায় ভোট কেন্দ্রে পৌঁছায় এবং পরের দিন ১১-১১-২০২১ তারিখ সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিরতিহীন ভাবে ৪ টায় ভোট শেষ। ভোট গণনা শেষ পরাজিত প্রার্থীর উচ্ছৃশৃংল লোকজন লাঠি শোটা সহ ভোট কেন্দ্রে প্রবেশ করে নির্বাচনী মালামাল ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্স চার টি ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে এবং বেধড়ক মারপিট করে।এসময় বিজয়ী প্রার্থীর লোকজন আগাইয়া আসে এবং তাদের কেও কিল ঘুষি মারে। এসময় পুলিশ ও আনসার বাহিনীর সাথে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। অজ্ঞাত লোকজনের এত উপস্থিতি বেশি হওয়ায় নির্বাচনী মালামাল ব্যালট ও স্বচছ ব্যালট বাক্স জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এসময় সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ মোঃ মোস্তাফিজুর রহমান লিটন কে বেধড়ক মারপিটে গুরুতর আহত হয়। বেগতিক অবস্থার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম উপজেলা দায়িত্বরত বিজিবি ও র্যাব, পুলিশ কে নিয়ে ৩০ নং ভোট কেন্দ্রে পৌঁছায়। প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার সহ সকলকে উদ্ধার করে।
উল্লেখিত ঘটনার বিষয়ে মালামাল উদ্ধার ও সরকারি কাজে বাধা দান প্রিজাইডিং অফিসার বাদী হয়ে মোঃ তসির উদ্দীনকে প্রধান আসামি। ৬ জন কে অভিযুক্ত আসামি করে এবং অজ্ঞাত ১০০০/১২০০ জন। মামলা রুজু করেন।মামলা নং- ৫, তারিখ ১২-১১-২০২১।