হরিপুরে ৬০ বোতল ফেনসিডিলসহ  আটক -১

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ৬০ বোতল ফেন্সিডিল সহ ১জন মাদক কারবারি আটক।
১১-৮-২০২৩ ইং তারিখে   পুলিশ সুপার ঠাকুরগাঁও মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার পীরগঞ্জ সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে।
এস আই মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল হরিপুর থানাধীন ৬ নং ভাতুড়িয়া ইউপির চাপাসার গ্রামের পাকা রাস্তার উপর হতে  মোঃ হানিফ (২২) পিতা,মোঃ আ,বাসের সাং- রসুলপুর থানাঃ- রাণীশংকৈল জেলা- ঠাকুরগাঁও কে।  ৬০ বোতল ফেন্সিডিল  ও (০১)টি হিরো হোন্ডা  মোটরসাইকেল সহ আটক করে।
গ্রেফতারের বিষয়টি হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, তাজুল ইসলাম নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।