
নিজস্ব প্রতিবেদক : জনতা ব্যাংক থেকে প্রায় ৮৬ কোটি টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে দুদকের উপ-সহকারী পরিচালক জয়নাল আবেদিন রাজধানীর বংশাল থেকে জেসমিন ইসলামকে গ্রেপ্তার করেন।
জনতা ব্যাংকের টাকা আত্মসাতের দায়ে মঙ্গলবার বংশাল থানায় মামলা দায়ের করে দুদক। একই দিনে তাকে গ্রেপ্তার করা হলো।