
নিজস্ব প্রতিবেদক : হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির দুই মামলায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
রোববার ঢাকার এক নম্বর বিশেষ জজ মো. আতাউর রহমান সাক্ষীদের সাক্ষ্য নেন।
দুই মামলার মধ্যে দুদকের উপ-সহকারি পরিচালক জয়নাল আবেদীন (মামলা নং ১৪/১৬) জবানবন্দি দেন। তাকে জেরার জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আরেক মামলায় দুদকের উপ-সহকারি পরিচালক মশিউর রহমান (মামলা নং ১০/১৬) সাক্ষ্য দেন। আদালত তাকে জেরার জন্য ৩১ জানুয়ারি দিন ধার্য করেছেন।
প্রসঙ্গত, ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় তানভীর মাহমুদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।
মামলাগুলোর মধ্যে গত ২৭ মার্চ ৯ মামলায় এবং ১৭ ফেব্রুয়ারি ২টি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
আসামিদের মধ্যে তানভীর মাহমুদ, মীর মহিদুর রহমান, শেখ আলতাফ হোসেন, মো. সফিজউদ্দিন আহমেদ ও এজাজ আহমেদ কারাগারে আছেন। জনতা ব্যাংক ভবন করপোরেট শাখা থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৮৫ কোটি টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে গত ১ নভেম্বর আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার হন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেসমিন ইসলাম। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। আতিকুর রহমান নামে এক আসামি জামিনে রয়েছেন। বাকিরা পলাতক রয়েছেন।