হাইকোর্টের সামনে থেকে সন্দেহভাজন দুই জনকে আটক

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। রাজধানীর হাইকোর্ট এলাকার ঈদগাহ গেটের সামনে থেকে সন্দেহভাজন দুই জনকে আটক করেছে পুলিশ।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন বলেন, ‘আমিও শুনেছি বাঁধন ও সাইফুল ইসলাম নামে দুই জনকে আটক করা হয়েছে। তবে নির্দিষ্ট করে পরে জানাবো।’