
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে পৃথক পৃথক সময়ে তাদের আটক করা হয়।
তারা আদালতে যাওয়ার সময় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ওই এলাকায় জড়ো হয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. মিজান বিএনপির নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে আটককৃতদের পরিচয় না জানালেও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
এসআই মিজান বলেন, থানার সিনিয়র অফিসাররা মাঠে থাকায় আটককৃতদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তারা ফিরলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত ৫ ডিসেম্বর আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে থাকা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে।
থানার একটি সূত্র জানিয়েছে, আটককৃতদের ওই মামালায় গ্রেপ্তার দেখানো হতে পরে।
এর আগে বুধবার সকালে বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে বসানো বিশেষ আদালতে হাজির হন খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানাতে হাইকোর্ট, প্রেসক্লাব, দোয়েল চত্বর এলাকায় অবস্থান নিয়েছিলেন বিএনপির নেতা-কর্মীরা। সকাল থেকেই এসব এলাকায় চলাচলকারীদের তল্লাশি করে পুলিশ। সন্দেহভাজন অনেককে প্রথমে আটক করা হলেও তাদের কয়েকজনকে পরিচয়পত্র দেখে ছেড়ে দেওয়া হয়।