হাইতিতে ম্যাথিউয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আন্তর্জাতিক ডেস্ক : হাইতিতে হারিকেন ম্যাথিউয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৮০০ ছাড়িয়েছে।

জাতিসংঘ এক সতর্কতায় বলেছে, হারিকেনের প্রভাব বেশ কিছু দিন থাকবে এ দ্বীপ রাষ্ট্রে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় হারিকেনের তা-বে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির অধিকাংশ অঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পূর্বাঞ্চলে উদ্ধারকারী দল পৌঁছেছে। তবে উদ্ধারাভিযান চালানো কঠিন হয়ে পড়েছে।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কারলোস ভেলেসো জানিয়েছেন, মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় স্থলপথে পৌঁছানোর কোনো সুযোগ নেই। আকাশ ও সাগর পথে পৌঁছাতে হচ্ছে, যা খুব চ্যালেঞ্জিং।

হারিকেন ম্যাথিউ পুরো গতিতে আঘাত হানে হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। সেখানকার প্রায় ৮০ ভাগ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ অঞ্চলে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

ম্যাথিউ এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ওপর দিয়ে ১৭৭ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে। তবে গতিবেগ কমে ‘দুই ক্যাটাগরিতে’ প্রবাহিত হচ্ছে এটি। সাফির-সিম্পসন স্কেল অনুযায়ী, পাঁচ ক্যাটাগরির হারিকেন হলো সর্বোচ্চ গতিবেগের হারিকেন।

ক্যারিবীয় অঞ্চলে এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন হলো ম্যাথিউ। হাইতির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার নাগাদ হারিকেনে মৃতের সংখ্যা ৪০০ থেকে দ্বিগুণ হয়ে ৮০০ জনে দাঁড়িয়েছে। ম্যাথিউয়ের আঘাতে বিপর্যস্ত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বানের জলে ভেসে গেছে বিশাল অঞ্চল। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে। জেরেমিন শহরে প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ম্যাথিউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত প্রায় ৩ লাখ ৩৫ হাজার মানুষের জরুরি সাহায্য প্রয়োজন। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের হাইতির পরিচালক ভেলেসো বলেছেন, আগামী চার-পাঁচ দিন অথবা পাঁচ দিনের মধ্যে ক্ষয়ক্ষতি ও মৃতের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হবে।

এদিকে ফ্লোরিডার চারলেসটন শহরে হারিকেনের সতর্কতা হিসেবে কারফিউ জারি করা হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে বাসিন্দাদের।