হাওর অঞ্চলে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : হাওর অঞ্চলে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের নির্দেশে এ তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করে পানি উন্নয়ন বোর্ড। এই তিন প্রকৌশলী হলেন- সিলেট পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার ও পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ পওর (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) বিভাগের প্রাক্তন নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দীন।

এদিকে, দুপুরে পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় দপ্তর থেকে তাদের সাময়িক বরখাস্তের চিঠি এসেছে বলে নিশ্চিত করেছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, আগাম বন্যায় সুনামগঞ্জসহ প্লাবিত অন্যান্য জেলার হাওররক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজে অনিয়ম, দুর্নীতি ও ধীরগতি সংক্রান্ত গুরুতর অভিযোগ তদন্তের জন্য সংশ্লিষ্ট কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত পানি উন্নয়ন বোর্ডের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতির বিষয়ে নিরপেক্ষ তদন্তের স্বার্থে আজকের (মঙ্গলবার) মধ্যেই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হবে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘দুইজন আমার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা। একজন সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল হাই ঢাকায় আছেন। আর অন্যজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার আজ সকালে অফিস করেছেন। তবে তারা বিষয়টি জেনেছেন।’

গত ৩০ এপ্রিল সুনামগঞ্জের শাল্লা বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে সুধী সমাবেশে বক্তৃতায় বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতি হলে কোনো কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২৯ মার্চ সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটের হাওর অঞ্চল বন্যায় প্লাবিত হয়। বন্যায় হাওরের বোরো ধান নষ্ট হয়ে যায়। প্রায় ১ হাজার ৭৬ টন মাছ মারা গেছে, হাঁস মারা গেছে ৩ হাজার ৮৪৪টি।

হাওর এলাকায় আগাম বন্যা, হাওরের ফসল নষ্ট হওয়ার কারণ ও বাঁধ নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে গত ৯ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করে পানি উন্নয়ন বোর্ড। গত ৩০ এপ্রিল এ কমিটি পুনর্গঠন করে পানিসম্পদ মন্ত্রণালয়। এ কমিটিকে তিন সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।