হাওর এলাকায় দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে যাচ্ছে কেন্দ্রীয় ১৪ দল

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের হাওর এলাকায় দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও পরিদর্শন করতে যাচ্ছে কেন্দ্রীয় ১৪ দলের প্রতিনিধিদল। বুধ ও বৃহস্পতিবার দলটি সেখানে ত্রাণ বিতরণ করবে।

মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল বুধবার ভোর ৬টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির তোপখানা রোডস্থ অফিসের সামনে থেকে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে কেন্দ্রীয় ১৪ দলের প্রতিনিধিদল সুনামগঞ্জের হাওর এলাকায় ত্রাণ বিতরণ ও পরিদর্শনে যাবেন।

প্রতিনিধিদল ৩ ও ৪ মে ২দিন অবস্থান করে ত্রাণ বিতরণ করবেন।