
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের হাওর এলাকায় ৬ হাজার কোটি টাকার ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিশিষ্টজনরা।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের ফসল ও জনজীবন : সরকার ও জনগণের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিশিষ্টজনরা এ অভিযোগ করেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রির্ফম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, বিগত কয়েক দিনের বন্যায় এই দুই জেলার হাওর এলাকায় চাষ হওয়া ৯০ শতাংশ ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি মানুষের জীবন অনিশ্চিতায় পড়েছে।
মানবাধিকার নেত্রী সুলতানা কামাল বলেন, হাওর অঞ্চলের মানুষ সারা বছরই বিভিন্ন প্রাকৃতিক সমস্যায় পড়েন। তাদের এই সমস্যা এবং বিভিন্ন দাবি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পর্যায়ে তুলতে হবে। আর যারা বাধ নির্মাণ ও বিভিন্ন দুর্যোগ প্রস্তুতির কাজে দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরো বলেন, অনেক সময় দেখা যায় হাওর অঞ্চলের কৃষকদের সামান্য কয়েক টাকার ঋণের দায়ে মামলা করে ব্যাংকগুলো। কিন্তু হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপিদের কেউ কিছু বলে না। এসব বাদ দিয়ে কৃষি ব্যাংকে সম্পূর্ণ কৃষকবান্ধব হতে হবে। বিনাসুদে দীর্ঘমেয়েদি ঋণ দিতে হবে।
সুলতানা কামাল বলেন, সুনামগঞ্জসহ হাওর এলাকায় আগাম বন্যায় সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে তা নিরসনে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আন্তরিক হলে এই ধরনের দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকার করা সম্ভব।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) প্রাক্তন মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক, এএলআরডি নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ।