হাজারীবাগে চোর চক্রের ছুরিকাঘাতে এক সিকিউরিটি গার্ড আহত, এক চোরকে আটক

আটক

নিজস্ব প্রতিবেদক : শনিবার ভোরে হাজারীবাগের বৌবাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। রাজধানীর হাজারীবাগে মোটারসাইকেল চোর চক্রের ছুরিকাঘাতে মুরাদ খান (১৮) নামে এক সিকিউরিটি গার্ড আহত হয়েছেন। এ ঘটনায় শিবলু নামে এক চোরকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছে, নির্মাণাধীন ওই বাসার পাঁচ তলায় ঘুমাচ্ছিলেন মুরাদ। ভোরে কয়েকজন চোর সেখানে গিয়ে রড ও মোটরসাইকেলের চাবি চায়। মুরাদ এসব দিতে অস্বীকৃতি জানালে চোররা তাকে বেধড়ক মারধর করে ও ছুরি দিয়ে আঘাত করে। এ সময় মুরাদ চিৎকার করতে থাকলে আশপাশের বাসা থেকে লোকজন এসে তাকে উদ্ধার করে ও একজন চোরকে আটক করে।

হাজারীবাগ থানার এসআই মো. টিটু জানান, চিকিৎসার জন্য মুরাদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিবলু নামে একজনকে আটক করা হয়েছে। সে নোয়াখালী জেলার মাইজদি উপজেলার আবু বকর সিদ্দিকের ছেলে।

এর আগে শুক্রবার ভোরে রাজধানীর চার জায়গায় একই কায়দায় মোটরসাইকেল চুরি হয়েছে। এরমধ্যে মিরপুরে চোরদের ছুরিকাঘাতে ওমর ফারুক নামে একজন শুক্রবার মারা যান। অপর তিনজন ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।