হাজারীবাগে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ রাজধানীর হাজারীবাগের জিগাতলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাটিচাপা পড়ে রুবেল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। রুবেলের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি জিগাতলার ওই নির্মাণাধীন ভবনে থেকে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহত রুবেলের সহকর্মী আনোয়ার হোসেন জানান, তারা জিগাতলার ওই নির্মাণাধীন ভবনে কাজ করতেন। সন্ধ্যায় নির্মাণাধীন ভবনে গর্তে কলামের কাজ করার সময় হঠাৎ মাটিচাপা পড়ে গুরুতর আহত হন রুবেল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।