
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে নিজ বাড়ির কাছে ছাত্রলীগ নেতা মো. লোকমানকে (৩৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেছেন।
নিহত লোকমান হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ছিলেন।
ঘটনাস্থল থেকে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বেলাল উদ্দিন জানান, ইউপি সদস্য লোকমান রাতে একটি মিলাদ মাহফিল থেকে নিজ বাড়িতে ফেরার পথে বাড়ি থেকে ২০০ গজের মধ্যে তাকে সন্ত্রাসীরা কুপিয়ে করে হত্যা করেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, হাটহাজারী থেকে সন্ত্রাসী হামলায় আহত একজন ইউপি সদস্যকে হাসপাতালে আনার পর রাত আড়াইটার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্বৃত্তরা তার বুকে ও পেটে ছুরিকাঘাত করে হত্যা করেছে।