হাতকড়াসহ পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না মোরশেদের

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যান ডাকাত ও মাদকের আট মামলার আসামি মোহাম্মদ মোরশেদ আলী। তবে শেষ রক্ষা হয়নি, তাকে আবারও গ্রেফতার করে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম হত্যা মামলায় কারাগারে থাকা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধামরাই থানার এসআই মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া আমতা নতুনবাজার মোরশেদকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি চালিয়ে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় মোরশেদ হ্যান্ডকাফ নিয়েই দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় কারাগারে থাকা আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে তাকে ফের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে এসআই জিয়াউর রহমান জিয়া বলেন, মোরশেদ হ্যান্ডকাপসহ পালিয়ে যান। পরে তাকে ফের গ্রেফতার করেছি। তার কাছ থেকে হেরোইন পেয়েছি। এ বিষয়েও মামলা হবে। তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে ডাকাতিসহ আরও ৮টি মামলা রয়েছে।