হাতকড়াসহ হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক, সাভার : নাটোর থেকে নারায়ণগঞ্জে নেওয়ার পথে হাতকড়াসহ শামীম হোসেন নামে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছে।

বুধবার ভোরে সাভারের আমিনবাজার থেকে তিনি পালিয়ে যান।

নাটোর জেলা পুলিশের ডিআইও (ডিএসবি) মো. ইব্রাহীম জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি হত্যা মামলার আসামি শামীম হোসেনকে সম্প্রতি নাটোর থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে নাটোর জেল হাজত থেকে শামীমকে নিয়ে হানিফ পরিবহনের একটি বাসে নারায়ণগঞ্জে রওনা দেয় পুলিশের একটি দল। বাসটি সাভারের আমিনবাজারে যানজটে পড়লে শামীম বাস থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর সাভার মডেল থানা পুলিশ শামীমকে গ্রেপ্তার করতে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।